ছোটন আজাদ: দুর্নীতিদমন কমিশন (দুদক) এর ৬৬তম গণশুনানি বাঁশখালী ( Banshkhali ) উপজেলায় শেষ হয়েছে আজ। গণশুনানিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কিন্তু তারা তাদের অভিযোগ জানাতে না পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শুনানিতে স্থানীয় সংসদসদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী উপস্থিত থাকায় অনেক স্পর্শকাতর বিষয়ে ভয়ে মুখ খোলার সাহস করেনি সাধারণ মানুষ।
সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের সহযোগিতায় শুরু হওয়া গণশুনানি দুপুর ২টা পর্যন্ত চলমান ছিল।
শুনানির সময় ভূমিঅফিসের সার্ভেয়ার মো. মহিউদ্দীন অভিযুক্ত হওয়ায় তৎক্ষণাৎ তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রদান করেন দুদক কর্মকর্তারা।
গণশুনানি শুরুর পূর্বে বাঁশখালীর ( Banshkhali ) প্রধান সড়কে দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালি ও মানববন্ধন করেছে সাধারণ মানুষ ও দুদক কর্মকর্তারা।
প্রশাসনের স্পর্শকাতর দুর্নীতিগ্রস্থ অফিসের দুর্নীতি নিয়ে অভিযোগ করতে না পারায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উপস্থিত সাধারণ মানুষ।