বাঁশখালীতে দুইদিন ব্যাপী তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন

বাঁশখালী সুন্নী জনকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় ২ দিন ব্যাপী তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্টিত হয়
১ম দিবসে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাহারচরা ইউনিয়ন শাখার সাধরণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন কাদেরী
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ মুহাম্মদ জসিম উদ্দীন
প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা জুলফিকার আলী চৌধুরী মাঃ জিঃ আঃ
উপাধ্যক্ষ ছোবহানিয়া আলিয়া মাদ্রাসা
বিশেষ বক্তা হযরতুলহাজ্ব আল্লামা জমির উদ্দীর নেছারী অধ্যক্ষ বাঁশখালী হামিদিয়া ফাজিল মাদ্রাসা
মাওলানা জাহাঙ্গীর আলম আলকাদেরী
সভাপতিত্ব করে হযরতুলহাজ্ব আল্লামা আতাউর রহমান নঈমী
মুদাররিস জামেয়া আহমদিয়া সুন্নীয়া মাদ্রাসা
২য় দিবসে
উদ্বোধক
মাওলানা আনছারুল হক নঈমী
প্রতিষ্টাতা _বাহারচরা গাউছিয়া সুন্নীয়া মাদ্রাসা
সভাপতিত্ব করেন
মাওলানা মুফিজুর রহমান আলকাদেরী সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা
প্রধান অতিথি মুহাম্মদ লেয়াকত আলী চেয়ারম্যান ৯নং গন্ডামারা ইউনিয়ন,
প্রধান বক্তা আন্তর্জাতিক মিডিয়া ব্যাক্তিত্ব
মুফতি মাওলানা আবুল কাসেম ফজলুল হক উপাধ্যক্ষ কাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা ঢাকা
বিশেষ বক্তা
মাওলানা আবুল কাসেম তাহেরী
মাওলানা মুজিবুর রহমান নেজামী
মাওলানা নাজিমুল হক আলকাদেরী মাওলানা শওকত আলী কাদেরী প্রমুখ।

প্রেসবিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *