বাঁশখালীতে দানেশ ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি ৪০০০ সেফটি প্যাকেট বিতরণ করা হয়েছে। এতে মাস্ক, সাবান, প্রয়োজনীয় ঔষধ ও ব্যবস্থাপত্র রয়েছে।
সেফটি প্যাকেট ছাড়াও মহামারি করোনায় সাধারণ মানুষের কষ্ট লাঘবে মাসব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে দানেশ ফাউন্ডেশন।
সেফটি প্যাকেটগুলো বৈলছড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে বিতরণ করা হয়।
উল্লেখ্য, দানেশ ফাউন্ডেশন লালবাহিনীর চট্টগ্রাম বিভাগীয় প্রধান, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা দানেশ আহমেদ চৌধুরীর অবশিষ্ট স্বপ্ন বাস্তবায়ন ও সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করে যাচ্ছে।
এ প্রসঙ্গে দানেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা দানেশ আহমেদ চৌধুরীর বড় ছেলে বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী আদিল মোহাম্মদ সরফরাজ চৌধুরী বলেন- ‘দানেশ ফাউন্ডেশন করোনাকালীন সংকটে মানবিক যোদ্ধার ন্যায় কাজ করে যাচ্ছে। আমরা মনে করি দুর্যোগে খাদ্যসামগ্রী যেমন জরুরি ঠিক তেমনি নিরাপত্তা সামগ্রীগুলোও জরুরি৷ গ্রামের মানুষদের সুরক্ষা দিতে আমরা প্রতিটি সেফটি প্যাকেটে মাস্ক, সাবান, ঔষধ, সিভিট ও ব্যবস্থাপত্র রেখেছি। ঔষধ ও ব্যবস্থাপত্র স্বাভাবিক জ্বর-সর্দি-কাঁশির উপযোগী৷ যেন এসব স্বাভাবিক রোগে মানুষ আতঙ্কিত না হয়ে প্রাথমিক চিকিৎসাসেবা পায়।’
প্রেস বিজ্ঞপ্তি