বাঁশখালীতে দানেশ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
বাঁশখালী স্পোর্টস কর্তৃক আয়োজিত দানেশ ফাউন্ডেশনের পরিচালনায় বাঁশখালীতে দানেশ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি। বিকাল ২ টায় বৈলছড়িস্থ বাঁশখালী গার্লস কলেজ মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী জসিমুল হক চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদিউল এহসান চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রুবেল চৌধুরী, সাইফুল ইসলাম মিনার চৌধুরী, মো. রিদুয়ান চৌধুরী, মোহাম্মদ তারেক খানসহ আরো অনেকে।
উদ্বোধনী দিনের খেলায় সাধনপুর ক্রিকেট একাদশ বনাম বৈলছড়ি আমির মোহাম্মদ পাড়া ক্রিকেট একাদশ অংশ নেয়। খেলার শুরুতে বৈলছড়ি আমির মোহাম্মদ ক্রিকেট একাদশ টসে জিতে সাধনপুর ক্রিকেট একাদশকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে সাধনপুর ক্রিকেট একাদশ, জবাবে ১৫১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে বৈলছড়ি আমির মোহাম্মদ ক্রিকেট একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে খেলোয়াড়দের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ের
দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং ম্যাচ সেরা খেলোয়াড় মিরদাদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।