তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালী উপজেলা তাঁতী লীগের উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপন আজ। উপজেলার বৈলছড়িস্থ বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই অনুষ্ঠানকে ঘিরে নেয়া হয়েছে বর্নাঢ্য আয়োজনের প্রস্তুতি। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে আসছেন বাঁশখালীর সন্তান, দেশবরেণ্য সংগীত শিল্পী রবি চৌধুরী। তিনি রাত আটটার পর গান পরিবেশন করার কথা রয়েছে। সাথে চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
জানা যায়, বিকেল তিনটায় মুজিব শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানস্থলে শুরু হবে আলোচনা সভা। উপজেলা তাঁতী লীগ সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল্লাহ কবির লিটন, প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের আহবায়ক মোহাম্মদ দিদারুল আলম, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সদস্য সচিব পরিমল দেব উপস্থিত থাকবেন।
তাঁতী লীগের এই মুজিববর্ষ উদযাপনে সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে উদযাপন পরিষদের আহবায়ক বাঁশখালী উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি রাশেদ আলী।