চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিপক্ষের গুলিতে এক এসএসসি ফলপ্রার্থীসহ দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- সাকিব (১৫) ও তার ভাই জয়নাল (৩৫) ।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় এই ঘটনা ঘটে। আহত সাকিব পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক সন্তোষ চামকা বলেন, সকাল ৮টায় গুলিবিদ্ধ দুই জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সৌজন্যে : পাঠক নিউজ