বাঁশখালীতে জেলাপ্রশাসকের ত্রাণ বিতরণ

সাধনপুর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার ৩০ মে ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও গ্রামে ক্ষতিগ্রস্থদের মাঝে নিজে ত্রাণ বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী বলেন, জেলা প্রশাসক আসার সময় সঙ্গে করে ৩০০০ প্যাকেট ত্রাণ নিয়ে আসেন।

এ সময় উপজেলা প্রকল্পকর্মকর্তা আবুল কালাম মিয়াজী, সাধনপুরের চেয়ারম্যান মহিউদ্দিন খোকা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, সরকারের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি ছিল। ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। উপকূলের মানুষদের শিক্ষিতের হার বাড়াতে পারলে প্রাকৃতিক দুর্যোগ সর্ম্পকে সচেতনতা বাড়বে। ফলে প্রাণহানির ঘটনা কমে আসবে। আমরা বাঙালি জাতি সহজেই যেকোনো দুর্যোগ প্রতিরোধ করতে পারব। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ প্রত্যেককে সরকার উপযুক্ত সহযোগিতা প্রদান করবেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *