বাঁশখালী টাইমস্ ডেস্ক: গতকাল ৪ মে ২০১৭- সারাদেশে এসএসসি ও দাখিলের ফলপ্রকাশ হয়েছে। আগের তুলনায় পাশের হার কমেছে। পাশের হার ৮১.৫৬। বাঁশখালীতে স্কুলসমূহে মোট পরিক্ষার্থী ছিল ৩৫৪২ জন। মোট পাশ করেছে ২৮৮৯ জন।
মোট GPA-5 পেয়েছে ১১৬ জন।
জিপিএ -5 প্রাপ্ত স্কুলসমূহ হলো-
কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়-৪ জন, পুইঁছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয় -৫ জন, বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়- ৫ জন, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়- ১২জন, নাটমুড়া উচ্চ বিদ্যালয় – ১৪ জন, পশ্চিম বাঁশখালী চাপাছড়ি উচ্চ বিদ্যালয়- ১১ জন, চাম্বল উচ্চ বিদ্যালয়- ০৯ জন, কোকদন্ডি উচ্চ বিদ্যালয় – ০৮ জন, কালীপুর নাসেরা খাতুন আর কে বালিকা উচ্চ বিদ্যালয় – ০৭ জন, বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়- ০৬ জন, বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় – ০৬ জন ও নাপোড়া উচ্চ বিদ্যালয়- ৬ জন।
বাঁশখালী হামেদিয়া রহিমা আলীয়া মাদ্রাসায়- ২ জন জিপিএ-5 পেয়েছে।