বাঁশখালীতে ( Banshkhali ) জালালুদ্দীন আল কাদেরীর স্মরণসভা

চট্টগ্রাম প্রতিনিধি: আল্লামা জালালুদ্দীন আআল কাদেরীর স্মরণসভায় বাঁশখালী ( Banshkhali ) নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা এম মহিউল আলম চৌধুরী বলেন, আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী (রাহ.) ছিলেন উপমহাদেশের একজন খ্যাতিমান ইসলামী স্কলার। যাঁর বাগ্মীতা, বাকপটুতা, শ্রুতিমধুর ও নির্দেশনামূলক বক্তব্য সর্বদা মানুষকে সুন্দর ও সত্যের পথে আহ্বান করে। যিনি ছিলেন সর্বদা অন্যায়, অসংগতির বিরুদ্ধে সোচ্চার। যিনি জাতীয় জীবনে সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও মানবিক মূল্যবোধের একটি নিরুপদ্রব সমাজ বিনির্মাণে আমৃত্যু সংগ্রাম করেছেন। মাজহাব, মিল্লাত ও দ্বীনি কার্যক্রমের প্রচার-প্রসার ও সম্প্রসারণে যিনি মৃত্যুঅবধি নিরবচ্ছিন্ন কাজ আন্‌জাম দিয়ে গেছেন। সত্যিকার অর্থে আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী (রাহ.) ছিলেন দিকভ্রষ্ট মানুষের নিরাপদ ঠিকানা। গত বৃহষ্পতিবার অস্থায়ী কার্যালয়ে বাঁশখালী ( Banshkhali ) নাগরিক পরিষদের সভাপতি মাস্টার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা এম মহিউল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মনসুর আলম, মাওলানা এম এ মান্নান, ছৈয়দ মাওলানা আনিসুল ইসলাম, মাওলানা ইউসুফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, কাজী সুলতান আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম আমির হোসেন, এইচ এম মুনির উদ্দীন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ নাঈম উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *