পৌরসভা প্রতিনিধি: অাজ জাতীয় মৎস্যসপ্তাহ- ২০১৭ অালোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাঁশখালী গণমানুষের নেতা অালহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি।
উপস্থিত ছিলেন বাঁশখালী অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা।
বাঁশখালী উপজেলা অাওয়ামী যুবলীগের সভাপতি, অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার
কাজী চাহেল তস্তরী, শেখেরখীল নবনির্বাচিত চেয়ারম্যান ও জনাব মোহাম্মদ ইয়াছিন, বাঁশখালী উপজেলা অাওয়ামী যুবনেতা মোহাম্মদ অাবুল কালাম অাজাদ, বাঁশখালী ওলামা লীগ সভাপতি মোহাম্মদ অাকতার হোসাইন, বাঁশখালী উপজেলা যুুবলীগ নেতা মোহাম্মদ কুতুব উদ্দীনসহ নেতৃবৃন্দ।