পৌরসভা প্রতিনিধি: বাঁশখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
দিশারী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কেন্দ্রে এবিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে র্যালীতে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম। তিনি বলেন, মাছ আমাদের অন্যতম সম্পদ। এই মাছের চাষবাষ ঠিকঠাক মতো করতে পারলে আমাদের বাঁশখালী স্বয়ংসম্পূর্ণ হবে। আমাদের এদিকে নজর দিতে হবে, মৎসচাষীদের উৎসাহ দিতে হবে, প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।