নারায়ে তাকবির বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবর
গাউছিয়া কমিটি বাংলাদেশ
বাঁশখালী উপজেলা শাখা
কাথরিয়া, বাঁশখালী, চট্টগ্রাম।
সূত্র ঃ তারিখ ঃ ১৫/১১/২০১৮ ইং
প্রেস বিজ্ঞপ্তি
বাঁশখালীতে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী র্যালী শনিবার
বিশ্ব মানবতার মুক্তির দিশালী রাসূলে করিম (দঃ) এর দুনিয়ার বুকে শুভাগমন উপলক্ষ্যে ৮ রবিউল আউয়াল আহলে সুন্নাত ওয়াল জমা’আত গাউছিয়া কমিটি বাংলাদেশ ও চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় শনিবার র্যালী অনুষ্ঠিত হবে। জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষ্যে বাগমারা অলি শাহ্ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ময়দান থেকে সকাল ৭ টায় র্যালী শুরু হয়ে বাঁশখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। উক্ত র্যালীতে অংশগ্রহণ করেন জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী সফল করার জন্য উদ্যাপন কমিটির পক্ষ থেকে আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জমির উদ্দীন নেছারী, আলহাজ্ব আলামা মুহাম্মদ নেছার উদ্দীন মুনিরী আলকাদেরী ও মুহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী উদ্যাপন কমিটির পক্ষ থেকে সবাইকে উপস্থিত থেকে র্যালী সফল করার জন্য আহবান জানান।
বার্তা প্রেরক-
মুহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী
সাধারণ সম্পাদক
গাউছিয়া কমিটি
বাঁশখালী উপজেলা শাখা ও উদ্যাপন পরিষদ
মোবাইল- ০১৭১৭-৬৮৭৮২৯।