মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে বাঁশখালীতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের অয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি পূর্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাঈম উদ্দীন মাহফুজের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াছিন সিকদার, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর করীম শরীফি, পৌরসভা যুবলীগের আহ্বায়ক মোঃ হামিদ উল্লাহ, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আ.ন.ম ফরহাদুল আলম, বাঁশখালী উপজেলা ওলামা লীগের সভাপতি মৌলানা আক্তার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোঃ মিজান সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিউটন ধর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাঈনুদ্দীন বাবু, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকেশ দাশ গুপ্ত, পৌরসভা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান টিপু, ইমরান উদ্দীন, মোঃ শওকত,গাজী আল আমিন, সাজ্জাদ শাওন, জয়নাল আবেদীন, এনামুল হক,জাহেদ, মোঃ রাকিব, মোঃ আরিফ, গিয়াস উদ্দিন, আক্তার হোসাইন, দূর্জয়,রিয়াজ, গফুর সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন- ‘বাংলাদেশ ছাত্রলীগ দেশের স্বাধীনতা ও বিজয়ের সূতিকাগার। এই সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।’
পরে কেক কেটে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।