BanshkhaliTimes

বাঁশখালীতে ছাত্রলীগ নেতা জাহিদের ভ্রাম্যমাণ ফ্রি সবজি বাজার

ডেস্ক: বাঁশখালীতে বিনামূল্যে ভ্রাম্যমাণ সবজির দোকান চালু করলেন দক্ষিণজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদ হাসান। প্রান্তিক চাষীদের কাছ থেকে সবজি সংগ্রহ করে নিজেই ভ্যান চালিয়ে সবজি বিতরণ করছেন তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবন পার করা অসহায়দের জন্য বৃহস্পতিবার থেকে এই উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগ নেতা জাহিদ হাসান।

BanshkhaliTimes

জাহিদ হাসান বাঁশখালী টাইমসকে জানান, “সারাদেশের মতো বাঁশখালীতে ও নিম্ন আয়ের মানুষেরা করোনার কারণে বিপাকে পড়েছেন। সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন তারা। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা এসব মানুষদের। তাই এমন দুর্যোগময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্যই ভ্যানে করে বিনামূল্যে ভ্রাম্যমাণ সবজির দোকান চালু করেছি।”

চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদ হাসান আরো বলেন, নিম্ন আয়ের যে কেউ চাইলেই ভ্যান থেকে এসে সবজি সংগ্রহ করতে পারবেন। প্রাথমিকভাবে আজকে পূর্ব কাথারিয়া, মধ্যম কাথরিয়া, দক্ষিণ বাগমারা দিয়ে শুরু করলাম। ধাপে ধাপে প্রত্যেকটি ইউনিয়নেই বিনামূল্যের সবজির ভ্যান রাখা হবে।

এই সময় উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, জামাল উদ্দিন, আনিস উদ্দিন সিকদার, এসএম আকিবুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, ফুয়াদ চৌধুরী, তানজিম মহিউদ্দিন উদ্দিন, রিকন, সবুজ, মোঃ শহিদুল ইসলাম।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *