নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ‘চ্যানেল আই’ এর প্রতিষ্ঠাবার্ষিকী।
চ্যানেলটির ১৯তম জন্মদিন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ পরিবেশে আজ ১৪ অক্টোবর দুর্নীতি ও মাদক বিরোধী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১১:৩০ মিনিটে র্যালীর পর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
এতে মাস্টার নজির আহমদ ফাইন্ডেশন কর্তৃক পরিচালিত-মাস্টার নজির আহমদ ডিগ্রী কলেজ, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়, মাস্টার নজির আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, আম্বিয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা এবং পুঁইছড়ি ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে ড. জাফর ইকবালের লেখা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইটি দেড় হাজার এবং শাইখ সিরাজের লেখা ‘কৃষি ও উন্নয়ন চিন্তা’ বইটির দুই শ কপি ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার নজির আহমদ ফাইন্ডেশনের সচিব, পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহেদুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, দুদক চট্টগ্রাম জেলা ২ এর উপপরিচালক সৈয়দ মো. শহীদুল্লাহ, চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, সহকারী কমিশনার (ভুমি) আরিফুল ইসলাম, মাস্টার নজির আহমদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরসহ আরও অনেকে।