মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার চাম্বল খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির প্রধান নির্বাহী ও ১০ নং চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে অর্থ ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি উপস্হিত থাকার কথা থাকলে তিনি বিশেষ কাজ থাকায় আসতে পারেন নি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বাঁঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা,বাঁঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন হীরা, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুল আনোয়ার,উপজেলা প্রকৌশলী আশরাফ হোসেন ভূইয়া,বাঁশখালী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাবু শ্যামল কান্তি দাশ, কালীপুর ইউপি চেয়ারম্যান এড.আ.ন.ম শাহাদত আলম,বাঁশখালী থানা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান তাজুল ইসলাম, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান,পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নীল কন্ঠ দাশ,প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফখরুদ্দীন মোঃ তারেক, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক জাফর ইকবাল ও ফুটবল কমিটির সম্পাদক প্রকাশ বড়ুয়া, চাম্বল খেলোয়াড় সমিতির কোষাধ্যক্ষ সাইফুল আজম, সাংবাদিক কল্যান বড়ুয়া মুক্তা,জোবায়ের চৌধুরী, মুহাম্মদ মিজান বিন তাহের, সৈকত আচার্য্য, হিমেল বাপ্পা প্রমুখ। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি মাহমুদ হাসান মামুন।
উক্ত ফাইনাল খেলায় কক্সবাজার কৈয়ারবিল একাদশ ১-০ গোলে বাঁঁশখালী পৌরসভা একাদশ কে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
উক্ত খেলায় দুইপক্ষের মধ্যে বিদেশী এবং জাতীয় ফুটবল দলের ১৬ জন খেলোয়াড় খেলেছেন। খেলায় প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমন করে উভয়দল।
খেলায় ৫৫ মিনিটের মাথায় কৈয়ারবিল একাদশের বিদেশী ফুটবল খেলোয়াড় কালু গোল করেন এবং তিনিই খেলার ম্যান অব দ্যা ম্যাস নির্বাচিত হন।
খেলায় বিজয়ী দলকে পরাজিত দলকে বিভিন্ন ধরনের মূল্যবান পুরস্কার প্রদান করা হয়।