মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: সারা দেশে নবম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে (পরিশিষ্ট-ক) চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গতকাল শুক্রবার (১৩ই মে) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাশেষে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় বাঁশখালীর নৌকা প্রতীক প্রাপ্ত ১৪ চেয়ারম্যান প্রার্থীদের চুড়ান্ত তালিকা ঘোষনা করা হয়। আগামী ১৫ জুন ২২ ইং এসব ইউপিতে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রকাশিত তালিকায় যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন- পুকুরিয়া ইউনিয়নে মো বোরহান উদ্দিন, খানখানাবাদ ইউনিয়নে মোঃ জসিম হায়দার , সাধনপুর ইউনিয়নে মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, বাহারচড়া ইউনিয়নে তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নে মোঃ কফিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী, শীলকূপ ইউনিয়নে কায়েশ সরোয়ার সুমন, গন্ডামারা ইউনিয়নে জাহেদুল ইসলাম চৌধুরী মার্শাল, চাম্বল ইউনিয়নে মুজিবুর রহমান চৌধুরী, শেখেরখীল ইউনিয়নে মোঃ ইয়াছিন সিকদার, পুঁইছুড়ি ইউনিয়নে জাকের হোসেন চৌধুরী বাচ্চু, ছনুয়া ইউনিয়নে মুজিবুর রহমান।
স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খান, রমেশচন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্যাহ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপসহ অনেকেই।
প্রঙ্গগত, গত ২৫ এপ্রিল নবম ধাপে (পরিশিষ্ট-ক) ১৩৫ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে।
বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২২ থেকে ২৫ মে। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ২৬ মে, প্রতীক বরাদ্ধ হবে ২৭ মে। আর ভোটগ্রহণ ১৫ জুন।
এদিকে নাম ঘোষণার পর উপজেলায় প্রার্থীদের সমর্থিত নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। বিভিন্ন জাগায় মিষ্টি বিতরণ হচ্ছে।