BanshkhaliTimes

বাঁশখালীতে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস- চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য সাংবাদিক ও শিশুসাহিত্যিক, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য হুমায়ুন সাদেক চৌধুরী। আজ দুপুর আড়াইটায় বাঁশখালীর বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে স্থানীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাযায় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইবরাহিম বিন খলিল, বিএনপি নেতা ফজলুল কাদের চৌধুরী, বাঁশখালী উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি রাশেদ আলী, ইউপি মেম্বার জামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গতকাল বিকেল সাড়ে চারটার দিকে করোনা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

সাংবাদিক হুমায়ূন সাদেক চৌধুরীর মৃত্যুতে বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন, বাঁশখালীর সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দীন, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, চেয়ারম্যান তাজুল ইসলাম, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, দৈনিক আলোকিত বাংলাদেশের বার্তা সম্পাদক কবি মুরশিদুল আলম চৌধুরী, শিশু সাহিত্যিক জুলফিকার শাহাদাৎ, কবি রাশেদ রউফ, ছড়াকার গোফরান উদ্দিন টিটু, গল্পকার আলী আসকর, কবি কমরুদ্দিন আহমদ, কবি জুবাইর জসীম, কবি আবিদ আজম, কবি সাঈদুল আরেফিন, কবি আরকানুল ইসলাম, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত গভীর শোক প্রকাশ করেন।
এছাড়াও শোক বিবৃতি দিয়েছে বাঁশখালী সমিতি চট্টগ্রাম, বাঁশখালী সাহিত পরিষদ, বাঁশখালী পর্যটন উপজেলা বাস্তবায়ন কমিটি, নক্ষত্র চট্টগ্রাম সহ প্রভৃতি সংগঠন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *