বাঁশখালী টাইমস- করোনা ভাইরাসে সৃষ্ট সংকটে বাঁশখালী উপজেলার কর্মহীন, অসহায়, গরীব, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের এর ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে আজ। আজ দুপুরে আবু তাহের নিজেই উপস্থিত থেকে বাঁশখালীর বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক আজিজ, এমরান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, বিজ্ঞান উপ-সম্পাদক দিদারুল আলম, ত্রাণ ও দূর্যোগ উপ-সম্পাদক মিজান, উপ-দপ্তর সম্পাদক মুমিন, ছাত্র-বৃত্তি সম্পাদক ইফতেখার চৌধুরী, ক্রীড়া উপ-সম্পাদক রুবেল, শিক্ষা ও পাঠ চক্র উপ-সম্পাদক ফিরোজুল ইসলাম, পাঠাগার উপ-সম্পাদক মুসা, সহ-সম্পাদক তানভীর সিকদার, ইমরান খান, ক্রীড়া সম্পাদক রুবেল, বাঁশখালী পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকেশ দাশ, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক মঈন উদ্দীন মামুন, ছাত্রলীগ নেতা টিপু, শুভ, রিয়াজ, নিউটন, ইমন প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক বাঁশখালী টাইমসকে বলেন, ‘আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের ভাইয়ের নেতৃত্বে বাঁশখালীতে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এই ত্রাণ সামগ্রী পেয়ে অসহায় মানুষের দূর্দশা কিছুটা হলেও লাঘব হবে বলে আমাদের বিশ্বাস। অতীতের ন্যায় প্রতিটি জাতীয় দূর্যোগে ছাত্রলীগের অবদান যেভাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে ঠিক তেমনি এই দূর্যোগকেও আমরা সাধারণ মানুষের পাশে থেকে মোকাবিলা করব ইন-শা-আল্লাহ।’