BanshkhaliTimes

বাঁশখালীতে গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর মাহফুজ আলী এন্ড সন্সের শুভ উদ্বোধন

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: বাঁশখালীতে গ্রামীণফোনের একমাত্র পরিবেশক মাহফুজ আলী এন্ড সন্সের শুভ উদ্বোধন ৮ ডিসেম্বর সকাল ১১ টায় পৌরসভা জিএস প্লাজাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে ফিতা ও কেক কেটে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন। অত্র প্রতিষ্ঠানের পরিচালক লায়ন এম আইয়ুবের সঞ্চালনায় গ্রামীণফোনের প্রথম নারী পরিবেশক ও মাহফুজ আলী এন্ড সন্সের সত্ত্বাধিকারী আলহাজ্ব মনোয়ারা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান এএফএম শাফাত আমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার খালেদ ফয়সাল, বিশিষ্ট সমাজসেবী শাহাজাদা আরাফাত উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা টেরিটোরি ম্যানেজার শিমুল দাশ, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক মিজান বিন তাহের, সাংবাদিক শিব্বির আহমদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন- ‘বাঁশখালীতে গ্রামীণফোনের কার্যক্রম পরিচালিত হচ্ছে একজন নারীর নেতৃত্বে এটা নিঃসন্দেহে নারী জাগরণের দৃষ্টান্ত। টেলিযোগাযোগ সেবার ক্ষেত্রে বাঁশখালীতে এই সেবা কার্যক্রমের সফলতা ও সমৃদ্ধি কামনা করি।’

সভাপতির বক্তব্যে মাহফুজ আলী এন্ড সন্সের সত্ত্বাধিকারী মনোয়ারা বেগম বলেন- ‘সদিচ্ছা ও আগ্রহ থাকলে নারীরাও সবক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীগণও সমান অংশীদার। আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই, মুসলিম নারীরা পর্দা মেনেও ব্যবসা ও নারী উদ্যোক্তা হিসেবে সমাজে নেতৃত্ব দিতে পারে।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *