বাঁশখালী টাইমস: বাঁশখালীর ( Banshkhali ) পুইছড়ি হাছিয়ার পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
এসময় একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে দুটি একনালা বন্দুক ও পাঁচটি ওয়ান শুটার গানসহ ৭টি অস্ত্র এবং ২০ রাউন্ড গুলি উদ্ধারের কথা র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- মো. শহীদ (২৬), হাছান (২২) এবং আলম (৩৮)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মিমতানুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে হাছিয়ার পাড়া এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
এই ঘটনায় বাঁশখালী ( Banshkhali ) থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সূত্র: বাংলা নিউজ