মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া-শেখেরখীল সংলগ্ন কান্ধল পাড়া এলাকার শিখা দে (৩৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে বাঁশখালী পিএবি প্রধান সড়ক সংলগ্ন চাম্বল- শেখেরখীল ছড়ার ব্রীজ সংলগ্ন ছড়া হতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গৃহবধূ পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া কান্ধল পাড়া এলাকার রনধীর ধরের স্ত্রী বলে জানা যায়।
পরিবার সূত্রে ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় বাড়ির জন্য কেরোসিন তেল আনতে নাপোড়া বাজারে গেলে সে আর ফিরে আসেনি। সকালে প্রধান সড়ক সংলগ্ন নাপোড়া-চাম্বল রাস্তার পাশে ছড়া সংলগ্ন এলাকায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, চাম্বল রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।