বাঁশখালীতে গৃহবধুকে ঘরে তালাবদ্ধ রেখে নির্যাতনের অভিযোগ, স্বামী আটক

মুহাম্মদ মিজান বিন তাহের (বাঁশখালী টাইমস): বাঁশখালীর সর্বদক্ষিণে অবস্থিত পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি ইজ্জতিয়া স্কুলের পাশে দক্ষিণ পাড়া এলাকার লাল মিয়ার বাড়ির এক গৃহবধুকে যৌতুকের দাবিতে দীর্ঘদিন যাবৎ তার প্রবাসী স্বামী পশ্চিম পুঁইছড়ি গ্রামের লালা মিয়ার পুত্র মোহাম্মদ হোসাইন এবং শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূ ইয়াছমিন আক্তার রুনাকে (২৩) ঘরে তালাবদ্ধ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাদের দাম্পত্য জীবনে ১ কন্যা সন্তানও রয়েছে।

নির্যাতিত গৃহবধুকে রক্তাক্ত অবস্থায় স্বামী ও শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের হাত থেকে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধুকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলেও বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

অপরদিকে নির্যাতনের শিকার হওয়া গৃহবধুর পিতা গোলাম শরীফ বাদী হয়ে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাঁশখালী থানায় নারী ও শিশু দমন নির্যাতন মামলা দায়ের করেন । এ ঘটনায় থানা পুলিশ গৃহবধুর স্বামী মো: হোসাইনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *