BanshkhaliTimes

বাঁশখালীতে গালিব চেয়ারম্যান, ইমরান ও রেহানা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

BanshkhaliTimes

মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, ভাইস চেয়ারম্যান পদে মো. এমরানুল হক ইমরান ও রেহানা আক্তার কাজেমী মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৪ মার্চ) ২০১৯ ইং রাত ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার । এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়সাল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেএম মোস্তাক আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী দাশ, ছৈয়দ ওয়ারেস কোরেশী।

অবশেষে সকল প্রকার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী (নৌকা)। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৪৫৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ খোরশেদ আলম (আনারস) তিনি বেসরকারী হিসাবে ২৬ হাজার ১৩৪ ভোট পেয়েছেন।

এ ছাড়াও অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন (কাপ পিরিচ) পেয়েছেন ২৩ শত ৫৭ ভোট।

৩৩ হাজার ৩২০ ভোট বেশি পেয়ে চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী বেসরকারীভাবে বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মো. এমরানুল হক (উড়োজাহাজ ) ৩৭ হাজার ৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঁশখালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ( টিউবওয়েল ) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৪৬ ভোট।

এ ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোঃ সোলাইমান মাইক প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৪৭ ভোট, যুবলীগ নেতা শাহাদত রশীদ চৌধুরী (তালাচাবি) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৫৮ ভোট।

উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহেনা আক্তার কাজেমী
( ফুটবল) প্রতীক নিয়ে ৪৬ হাজার ৫৭০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরীমন আক্তার (প্রজাপতি) প্রতীকে পান ৩৮ হাজার ৪৭৯ ভোট।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

বিজয়ী হয়ে চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী বলেন, আমি এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে সাথে নিয়ে বাঁশখালীর উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *