BanshkhaliTimes

বাঁশখালীতে গণধর্ষণের শিকার হয়ে আত্মহননের ঘটনায় গ্রেফতার ২ ধর্ষক

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়েনের বাঁশখালা গ্রামের নেজামউদ্দিনের কন্যা মিফতাহুল জান্নাত (১৫) গত ১০ জুন ২০১৮খ্রি. সিএনজিযোগে মোশারফ আলী সিকদার বাজারে যাওয়ার সময় কৌশলে সিএনজি চালক মিনহাজ (২২) পিতা- আব্দুল আলিম, সাং- পশ্চিম ইলশা এবং জাহাংগীর আলম (২৮) পিতা- মনির আহাম্মদ, সাং- চাপাছড়ি পরস্পর যোগসাজশে তাকে জনৈক বাবুলের সিএনজি গ্যারেজে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় লোকলজ্জার ভয়ে ভিক্টিম মিফতাহুল জান্নাত (১৫) আজ ১১ জুন ২০১৮খ্রি. ভোর অনুমান ০৩ টা হতে ০৫ টার মাঝামাঝি সময়ে বাড়ির পাশের পুকুর পাড়ে কড়ই গাছের ডালে উড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মর্মে জানা যায়।

এর প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ), সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সহ বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় ধর্ষক মিনহাজ (২২) ও জাহাংগীর আলম (২৮)কে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে বাঁশখালী থানার মামলা নং-১১ তাং- ১১/০৬/১৮খ্রি: ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (৩) তৎসহ দন্ডবিধির ৩০৬ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *