তাফহীমুল ইসলাম, বাঁশখালী- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঁশখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার বৈলছড়ি ইউনিয়নে অসহায় ও এতিমদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী ফরহাদুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, জাশেদুল ইসলাম, রবিউল হোসেন, রাকিবুল ইসলাম চৌধুরী, জোসেফুল ইসলাম, সুমন চৌধুরী, মোহাম্মদ দিদার, আব্দুর রহিম, নেছার উদ্দিন, মোহাম্মদ লোকমান, নেজাম উদ্দীন, এরশাদুর রহমান, কফিল উদ্দিন, রাকিব হাসান, দলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।