বাঁশখালীতে ক্যাবে’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বাঁশখালী টাইমস: কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ- বাঁশখালীতে ক্যাবে’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠনের সভাপতি অধ্যক্ষ আবু তাহেরের সভাপতিত্বে অনু্ষ্ঠিত হয়েছে আজ। এতে প্রধান অতিথি হিসেবে- বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে- পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে- আলাওল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইদ্রিস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- প্রতি বছর দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রাপ্তদের পুরস্কৃত করা হয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরের বছর। তারই ধারাবাহিকতা বজায় রেখে গত বছরের পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের পুরস্কৃত করা হলো এই অনুষ্ঠানের মাধ্যমে।