আরকানুল ইসলাম: সারা দেশের মতো বাঁশখালীতেও করোনার টিকা এসে পৌঁছেছে। শুরু হয়েছে টিকাদানের কার্যক্রম। করোনার দ্বিতীয় ঢেউ আসার এই সময়ে দেশে করোনার টিকাদানের জোর প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। তারা টিকা আনার উদ্যোগের পাশাপাশি টিকা সংরক্ষণ এবং দেশব্যাপী টিকা বিতরণের শুভ উদ্বোধন করা হচ্ছে। তারই প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের মতো আজ রবিবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকার শুভ উদ্বোধন করা হয়েছে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসিফুল হককে টিকাদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত থেকে কোভিড-১৯ টিকার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদসদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিবসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
যারা কোভিড-১৯ এর টিকা নিতে আগ্রহী তাদের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে।