BanshkhaliTimes

বাঁশখালীতে কাউন্সিলর বাবলার নেতৃত্বে নৌকার গণসংযোগ

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস প্রতিবেদক: বাঁশখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর, যুবলীগ নেতা বাবলা কুমার দাশ এর নেতৃত্বে নৌকার সমর্থনে বিশাল গণসংযোগ ও সমাবেশ সম্পন্ন হয়েছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগ নেতা, পৌর কাউন্সিলর বাবলা কুমার দাশ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্থানীয় জনগণসহ অঙ্গ সংঘটনকে সাথে নিয়ে নৌকার সমর্থনে নির্বাচনী মিটিং মিছিলের প্রচার প্রচারণা ও সভা করে ব্যাস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিতায় (২৫ ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৪ টার সময় উপজেলার মহাজন পাড়া হরি মন্দির, ঋষিধাম মহাজন পাড়া, ভিলিজার পাড়া সহ ৮নং ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় নৌকার সমর্থনে বিশাল জনসভা ও গণমিছিল করেন। মিছিলটি পৌরসভাস্থ প্রধানসড়কে র‍্যালির মধ্য দিয়ে সমাপ্ত করেন।

আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামীলীগ তথা মহজোট সমর্থিত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান এই তরুন কাউন্সিলর । এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি বাবু প্রবীর কুমার দাশ রাখাল, সনেট দাশ, ছোটন দাশ, বিশ্বজিৎ দাশ, পরিমল দেব, প্রদীপ দাশ, রাজীব দাশ, রাখাল দাশ, নান্টু দাশ, আহমদ হোসাইন, সাজু দাশ, বলরাম দাশ, জয় দাশ, রুবেল দাশ, মো. আলমগীর, মো. বাবুল, সোনারাম দেব সহ প্রমূখ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *