তাফহীমুল ইসলাম, বাঁশখালী- করোনা সংক্রমণ উর্ধ্বগতি হওয়ায় বাঁশখালীতে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়৷
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম চৌধুরী, বাঁশখালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া উপস্থিত ছিলেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘বাঁশখালীতে কোভিড- ১৯ সংক্রমণের শুরু হতে এ পর্যন্ত টেস্ট হয়েছে ১০৫৬৬, পজিটিভ হয়েছেন ৪৮৭ জন, সুস্থ হয়েছেন ৪৭৬ জন। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ১ জন। সংক্রমণের হার ৪.৬%। বর্তমানে আক্রান্ত আছেন ১১ জন, যারা হোম আইসোলেশনে থেকে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। সংক্রমণের হার পৌরসভা, গন্ডামারা ও বৈলছড়ীতে তুলনামূলক বেশি। কোভিড-১৯ এ আক্রান্ত রোগিদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ১৫ টি বেড প্রস্তুত রাখা হয়েছে। যার ১১টি পুরুষ ও ৪টি মহিলা রোগির জন্য সংরক্ষিত। অক্সিজেন সিলিন্ডার ৩০ টি ও অক্সিজেন কনসেনট্রেটর ৬টি মজুদ আছে। কোভিড-১৯ পরীক্ষার জন্য আরটি পিসিআর টেস্টের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এন্টিজেন টেস্টের সুবিধা আছে, যার মাধ্যমে ১০ মিনিটের মধ্যে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।’