BanshkhaliTimes

বাঁশখালীতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: করোনা উপসর্গের কারণে শারীরিক অবস্থা অবনতি হলে আজ ভোর ৪ টায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় একজনের।

এ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডা. সওগাত উল ফেরদাউস বাঁশখালী টাইমসকে বলেন- বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে আসার ৫ মিনিটের ভিতর করোনা উপসর্গ নিয়ে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে ঢুকার সময় রোগীর অবস্থা এতোটাই খারাপ ছিল যে আমরা পিপিই পরার সময় পর্যন্ত পাইনি। মৃত্যু পরবর্তী নমুনা সংগ্রহ করে BITID, ফৌজদারহাট এ পাঠানো হয়েছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।

মৃত আকতার হোসেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার বাসিন্দা। তার বয়স ছিল ৪২। তিনি চট্টগ্রাম শহরের একটি কনস্ট্রাকশন কোম্পানীতে চাকরি করতেন। ১০ দিন আগে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীতে আসেন ।
পরিবার সূত্রে জানা গেছে তিনি এক সপ্তাহ ধরে জ্বর, বুকের ব্যথা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। রোববার ১২টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়।

করোনা উপসর্গ নিয়ে এটি বাঁশখালীতে প্রথম মৃত্যুর ঘটনা। করোনা স্বাস্থ্যবিধি মেনে তার দাফনকার্য করা হবে বলে জানা গেছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *