BanshkhaliTimes

বাঁশখালীতে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, দাফন সম্পন্ন

বাঁশখালীতে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট এলাকায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা উপসর্গে মৃত্যুবরণকারী শহিদুল ইসলাম (৫০) ওই এলাকার মরহুম কবির আহমদের পুত্র।
শুক্রবার (১০ জুলাই) সকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করেন বাঁশখালী উপজেলা লাশ দাফন কমিটির সদস্য সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, মাওলানা ইসহাক, মাওলানা দলিলুর রহমান, মাওলানা ক্বাজী শাহাব উদ্দীন, মাওলানা ছিদ্দিক উল্লাহ, মাওলানা ইসমাঈল, মাওলানা আবদুল করিম, হাফেজ জোবাইর মাহমুদ ও মাওলানা আবদুল করিম প্রমুখ।

সূত্র মতে, শহিদুল ইসলামের করোনা উপসর্গ দেখা দিলে বৃহস্পতিবার সকালে প্রথমে তাকে বাঁশখালী মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। ৪ ভাইয়ের মধ্যে করোনা উপসর্গে মৃত্যুবরণকারী শহিদুল ইসলাম ৩য়। তিনি একটি ঔষুধের ফার্মেসী চালাতেন। শহিদুল ইসলামের ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *