BanshkhaliTimes

বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: “মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঁশখালী থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলার গ্রীণ কনভেনশন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সারাদেশের পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা জোরদার করণের জন্য এই পুলিশিং ডে আয়োজন করা হয়। পুলিশ আর জনগণের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে সমৃদ্ধির দেশ গড়তে এবং শৃঙ্খলা ফিরাতে এ পুলিশিং ডে। মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে চুরি-ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ অনেক অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে পেরেছে বাঁশখালী থানা পুলিশ।

মদ, জুয়া, বাল্যবিবাহ ও নির্যাতন বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশকে পাশে পাবে যার কারণে বিভিন্ন ইউনিয়নে স্থানীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে বাঁশখালী থানা পুলিশ বাংলাদেশকে একটি মডেল উপজেলা উপহার দিতে সক্ষম হবে।

বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইলামের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মুহাম্মদ হুমায়ুন কবির, বাঁশখালী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটারী জিল্লুল করিম শরীফি, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরকারী আলাওল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সোলাইমান, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বদরুল হক, ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. তৌফাইল বিন হোসাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ সহ বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *