তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের শাখা উদ্বোধন হয়েছে। আজ বিকেলে উপজেলার রামদাশ হাটের ভাই ভাই মার্কেটের নিচ তলায় এই সার্ভিসের উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ন্যাপের সভাপতি ডাক্তার আশীষ কুমার শীল, প্রধান অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালিপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম, বিশেষ অতিথি হিসেবে যুবলীগ নেতা ফরিদুল আলম ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের জোনাল ম্যানেজার উপস্থিত ছিলেন।
বাঁশখালীতে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের শাখা প্রোপ্রাইটর নাছির আহম্মেদ জানান, ‘আমরা প্রথমবারের মতো বাঁশখালীতে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের সেবা শুরু করলাম। এতে দেশের যে কোন স্থান থেকে কনডিশনে ডকুমেন্ট, পার্সেল দ্রুত সময়ে আদান প্রদান করা যাবে। আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধ পরিকর। আমাদের ঠিকানা- ভাই ভাই মার্কেট (ডাঃ আশীষের চেম্বারের নিচে) , রামদাশ হাট, গুনাগরি। আমাদের যোগাযোগ নাম্বার- ০১৮১৫৮৫৪৬২২।’
কুরিয়ার সার্ভিস সেবার পাশাপাশি এখানে সকল প্রকার ডাক্তারী অসুধ, অক্সিজেন, নেবুলেজার, ডায়াবেটিস, চাগার, ব্লাট পেসার মেশিনও পাওয়া যায় বলে প্রোপ্রাইটর নাছির আহম্মেদ জানিয়েছেন।