বাংলাদেশের সর্ববৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ভোক্তা সামগ্রী বিপণনের জন্য বাঁশখালী উপজেলায় এস আর পদে নিয়োগ দেয়া হচ্ছে।
শারীরিকভাবে সক্ষম, কাজের প্রতি মনোযোগী ও আগ্রহী সৎ প্রার্থীদের মধ্যে ২জনকে মার্কেটিং(এস আর) প্রতিনিধি পদে আকর্ষণীয় বেতন-ভাতায় (আলোচনা সাপেক্ষে) নিয়োগ দেয়া হবে। যোগ্যতা- কমপক্ষে এইচএসসি৷ কেবল বাঁশখালীর প্রকৃত বাসিন্দা এতে আবেদন করতে পারবেন।
যে কোনো কোম্পানির মার্কেটিং সেক্টরে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে ৷ আগামী ২ অক্টোবর’ ১৯ এর মধ্যে আগ্রহী প্রার্থীদেৱ থেকে বায়োডাটা আহ্বান করা হচ্ছে ৷ নিম্ন ঠিকানায় মেইল করার অনুরোধ করা যাচ্ছে ৷ Referenced By: M/S. M. M. ASSOCIATES E-mail: [email protected], [email protected] Mobile:01689212330, 01748838673
প্রেস বিজ্ঞপ্তি