BanshkhaliTimes

বাঁশখালীতে এলডিপির ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুহাম্মদ মিজান বিন তাহের: লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় বাঁশখালী পৌরসভার জলদী মিয়ারবাজার এলাকার চৌধুরী নিউ মার্কেটের ২য় তলায় বাঁশখালী পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় ও পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে বাঁশখালী উপজেলা এলডিপির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুস সবুর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক পিপি এ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সাধারন সম্পাদক এস এম নিজাম উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্ত্যব রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া শীমুল,বাঁশখালী উপজেলা এলডিপির সাধারন সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন চৌধুরী প্রমূখ।

প্রধান অতিথি এডভোকেট কপিল বলেন, এ দেশের গনতান্ত্রিক মানুষের ভোটের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ২০০৬ সালের ১৪ ই অক্টোবর এই দলটি প্রতিষ্ঠা লাভ করে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে স্বাধীন ভাবে মানুষের ভোটের অধিকার (গঠনতন্ত্র) ফিরিয়ে দিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চত করুন। দেশ থাকতে হবে আইনের মধ্যে।উন্নয়নের একটায় পথ দুর্নীতি বন্ধ করতে হবে। গরীব দেশ হিসেবে বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে এক নাম্বারে।
বাংলাদেশের পুলিশকে রাজনৈতিক দমন পীড়নে ব্যবহার না করে প্রজাতন্ত্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে খুন, গুম, মিথ্যা মামলা হামলা বন্ধ করতঃ স্বাভাবিক রাজনৈতিক সভা সমাবেশের উপর নিয়ন্ত্রণ পরিহার করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ মূলক জাতীয় নির্বাচন দিয়ে চলমান রাজনৈতিক সংকটের সমাধান করুন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *