
মু. মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রাম -১৬ বাঁশখালী (Banshkhali) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও তাঁর পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বাঁশখালী (Banshkhali) সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের
শিক্ষক কর্মচারী পরিষদের ব্যবস্থাপনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোতোষ দাশের সার্বিক তত্ত্বাবধানে খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,
বাঁশখালী (Banshkhali) উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাবু শ্যামল দাশ, বাঁশখালী (Banshkhali) বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন, ওলামালীগের সভাপতি আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, সিনিয়র শিক্ষক মোঃ ওসমান, অঞ্জন চক্রবর্তী, মোঃ মাহবুব আলম, সত্যজিৎ বড়ুয়া, সাংবাদিক মিজান বিন তাহের প্রমুখ।
এতে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাঁশখালী (Banshkhali) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ।