বাঁশখালীতে এবার এমপি পদে লড়ার ঘোষণা দিলেন আলী আহমদ চৌধুরী!

বাঁশখালী টাইমস্ ডেস্ক: অাগামী জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিলেন আলহাজ্ব আলী আহমদ চৌধুরী। তবে তিনি কোন দল থেকে আসবেন নাকি স্বতন্ত্রপ্রার্থী হবেন তা নিশ্চিত করেননি!

বিশিষ্ট আয়কর উপদেষ্টা, পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের ( Poschim Banshkhali Upokulio College ) উদ্যোক্তা, প্রথম দাতাসদস্য, ৮০’র দশকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক, দানবীর জনাব আলহাজ্ব আলী আহমদ চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী (চট্টগ্রাম -১৬) আসনে সংসদসদস্য পদে প্রাথী হচ্ছেন বলে জানিয়েছেন ।

তিনি ঘরোয়া বৈঠকে বাঁশখালীর  ( Banshkhali ) গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন । ঈদপরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করবেন বলে জানিয়েছেন । তবে প্রার্থিতা দলীয় বা র্নিদলীয় হবে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি যথাসময়ে অবহিত করবেন বলেন জানান ।

তিনি এলাকাবাসীর কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন । উল্লেখ্য, জনাব চৌধুরী কদমরসুল ( Kadamrasul ) গ্রামের ঐতিহ্যবাহী মনু তহশীলদার বংশের সুযোগ্য উত্তরসুরী ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *