বাঁশখালী টাইমস: রামদাশহাটস্থ বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল সংলগ্ন উৎসব শপিং মলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কাল ১৬ ডিসেম্বর সকাল ১১ টায়। ফিতা কেটে উদ্বোধন করেন উৎসব শপিং মলের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট মোহাম্মদ নাসের।

এতে প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকবৃন্দ, গণমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
এতে বৃহৎ পরিসরে নান্দনিক ও রুচিশীল কালেকশনের পাশাপাশি কমদামে মানসম্মত পণ্য সরবরাহের নিশ্চয়তা দিচ্ছেন বলে জানালেন উদ্যোক্তারা।
একই ছাদে বিয়ের বাজার, শীতের পোষাক, শিশুদের জামা, জুতা, শাড়ী, থ্রিপিস, লেহেঙ্গা, কাতান, থানকাপড়সহ যাবতীয় আইটেম রাখা হয়েছে এই শপিং মলে।