মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালীতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটাংনিং কর্মকর্তা মোমেনা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী,চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সোলতানুল গনী চৌধুরী (লেদু মিয়া),চট্টগ্রাম দক্ষিন জেলা ডেপুটি কমান্ডার (অর্থ) বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রফেসর জামাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দীন চৌধুরী (বাচ্চু),আতাউল করিম আকিক,শাহাদত ফারুক, টুটুন চক্রবর্তী, হামিদ উল্লাহ, ছাত্রলীগ নেতা কায়েশ ছরওয়ার সুমন, শাহাব উদ্দীন প্রমুখ।
সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অসংখ্য নেতাকর্মী নিয়ে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দলীয় নৌকা প্রতীক পাওয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরীর পুত্র তরুন রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীর সাথে ছিলেন।
নৌকা প্রতীক পাওয়া তরুণ এই রাজনীতিবিদ সুলতান পুত্র গালিব বলেন, আমি শাসক নই, জনগণের সেবক হতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। দলও আমার উপর আস্থা রেখেছে। গত দশ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র দেখে বাঁশখালীসহ সারাদেশে মানুষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনও সর্বস্তরের জনগণ আবারও নৌকের প্রার্থীকে নির্বাচিত করবে ইনশআল্লাহ। আমি সকলের কাছে দোয়া চাই।যেন আমার মরহুম আব্বা এডভোকেট সুলতানুল কবির চৌধুরীর মত বাঁশখালীবাসীর সেবা করতে পারি।তার ইচ্ছা ছিল বাঁশখালী উপজেলা কে একটা মডেল উপজেলায় রুপান্তরিত করা। আমি আমার আব্বার ইচ্ছা পুরনো কাজ করে যাব,এই উপজেলার মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকব ।
আপনাদের রায় পেলে এই বাঁশখালী উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করবো।
চেয়ারম্যান পদে নৌকা প্রতীক থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ও সাবেক ভাইচ চেয়ারম্যান মৌলভী নুর হোসেন মনোনয়ন জমা দেন।
ভাইস চেয়ারম্যান পদে জমা দেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর,এম বখতেয়ার উদ্দীন (ভান্ডারী করিম),
এম মনছুর আলী,মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আবু ছালেক, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ শাহাদত রশিদ চৌধুরী,এমরানুল হক।
এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরী মন আক্তার মনোনয়ন জমা দেন।
উপজেলা কার্যালয়ে দুপুর থেকেই প্রার্থীদের সমর্থকদের ভিড় দেখা যায়। এসময় সব প্রার্থীরাই নিজেদের বিজয়ী করতে উপস্থিতিদের সহযোগিতা ও ভোট কামনা করেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটাংনিং কর্মকর্তা মোমেনা আক্তার জানান,বাঁশখালী মোট ৩ জন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে তিনি জানান।
সর্বমোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আগামি ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে।
৭ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং আগামী ২৪ মার্চ বাঁশখালী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
