তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৬৯ তম শাখা হিসেবে ছিদ্দিক সিটি সেন্টারে শুভ উদ্বোধন হয়েছে বাঁশখালীর গুনাগরী শাখা। আজ বেলা সাড়ে বারোটার দিকে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোশাররফ হোসাইনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী, মুহাম্মদ ওমর ফারুক খান প্রমুখ উপস্থিত ছিলেন। বর্নাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান ইয়াকুব আলী, ইসলামী ব্যাংকের পটিয়া শাখা প্রধান তাজুল ইসলাম, বাঁশখালী শাখা প্রধান শুয়াইবুল ইসলাম, ইসলামী ব্যাংকের গুনাগরি শাখা প্রধান মুহিব্বুল হক, জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, ফারুক আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের বিজয়ের মাসের এই দিনে ইসলামী ব্যাংকের নতুন সাতটি শাখা উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। ইসলামী ব্যাংক শরীয়াহ ভিত্তিক পরিচালিত একটি ব্যাংক। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার প্রায় চার দশক পার হয়েছে। এই সময়ে ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায়ও শামিল হয়েছে ইসলামী ব্যাংক। আজ পর্যন্ত এই ব্যাংক সুদমুক্ত থেকে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। আপনারা নির্বিঘ্নে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করুন।’
উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম।