
তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- আলেম-ওলামা, শিক্ষাবীদ, সাংবাদিক ও পেশাজীবিদের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ইফতার মাহফিল বাঁশখালী উপজেলার মিয়ার বাজারস্থ কুটুমবাড়ি রেস্তেরায় আজ অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলাল নুর আজিজী, দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, আল্লামা মুজিবুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন নেতা মাওলানা নুরুল আলম তালুকদার, জেলা সেক্রেটারী মাওলানা জসিম উদ্দীন, মাওলানা গিয়াস উদ্দীন আল মাহমুদ, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, মাওলানা আলমগীর ইসলামাবাদী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা মোহাম্মদ নছিম, মাওলানা জসিম উদ্দীন মিসবাহ, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা মোবারক হোসাইন আসিফ, মাওলানা মাহামুদুল ইসলাম, মাওলানা ওসমান গণি, যুব নেতা মাস্টার নুর আহমদ ছিদ্দিকী, আমান উল্লাহ হাছান, মাওলানা আরশদ ইলিয়াছ, মাওলানা ইদ্রিছ, ছাত্রনেতা আবদুল্লাহ মেশকাত, জাহাঙ্গীর আলম, আব্বাস উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন- “আমাদের দেশ শতকরা ৯০ শতাংশ মুসলমানের দেশ হলেও এই দেশে আজ মুসলমানরা নির্যাযিত। ৭/৮ শতাংশ মানুষের কাছে আমরা আজ জিম্মি। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের মধ্যে ঐক্য নেই। আমরা যে যে প্লাটফর্মে থাকি না কেন; আসুন আমরা ইসলামী হুকুমত কায়েম করতে ঐক্যবদ্ধ হই।” তিনি আরো বলেন- “একসময় আমরা বড় বড় আলেমদের মুখে শুনতাম, আলেম হলে ফরিদ উদ্দীন মাসউদের মতো হও। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য ও পরিতাপের বিষয় হচ্ছে, এই মাপের ব্যক্তিটিও আজ ক্ষমতার লোভে আল্লাহর রাসুলের সুন্নতের বিরুদ্ধে কটাক্ষকারীদের সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। যার কারণে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আজকে আমাদের এই অবস্থা। আমাদেরকে এসবের বিরুদ্ধে জেগে উঠতে হবে। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পীর সাহেব চরমোনাই এমন একজন ব্যক্তি যিনি দুনিয়ার কোন ক্ষমতার জন্য রাজনীতি করেন না, এদেশের মানুষের মুক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি লাভই পীর সাহেব চরমোনাই’র রাজনীতির উদ্দেশ্য। কাজেই আসুন, আমরা পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে এই দেশে আল্লাহ রাজ কায়েমে ঝাঁপিয়ে পড়ি।” ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন- জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুজিবুর রহমান।