তাফহীমুল ইসলাম, বাঁশখালী
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার মিয়ার বাজারস্থ কুটুমবাড়ি কনভেনশন হলে সংগঠনের উপজেলা সভাপতি আব্বাস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. মাওলানা বেলাল নুর আজিজি। এতে প্রধান বক্তা হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি কাজী আবরার হানিফ মারুফ, বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা রুহুল্লাহ তালুকদার, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদিন, সহ সভাপতি মাওলানা মিজবাহ উদ্দীন আরেফি, মাওলানা ফয়জুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সভাপতি মুবারক হোসাইন আসিফ, সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, যুবনেতা মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আমান উল্লাহ হাসান, ছাত্রনেতা মিফতাহুল ইসলাম, গিয়াস উদ্দীন, বোরহান উদ্দীন, মুরশেদুল ইসলাম, হেলাল উদ্দীন, লোকমান হাকিম, হাবিবুল্লাহ, মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা বলেন, ‘দেশের অন্যায়, দুর্নীতিসহ যাবতীয় মন্দ কাজের কবর রচনা করতে হলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে দেশে শান্তির সুবাতাস বইবে। কাজেই ইসলামী শাসন প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সম্মেলন শেষে মুজাহিদ ফারুককে সভাপতি, লোকমান হাকিমকে সহ সভাপতি, সরওয়ার হোসেন তামিমকে সাধারণ সম্পাদক করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।