মুহাম্মদ তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে কওমী মাদরাসার পরীক্ষার্থীদের মাঝে কলম বিতরণ অনুষ্ঠান আজ সকালে বাঁশখালী উপজেলার একমাত্র পরীক্ষাকেন্দ্র বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের বাঁশখালী উপজেলার অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল, গন্ডামারা ইউনিয়নের সহ-সভাপতি নুর হোসেন প্রমুখ।
উল্লেখ্য- কওমী মাদরাসায় জামায়াতে ওলা, ছাহারুম, শুশুম, হাস্তুম শ্রেণীর বার্ষিক পরীক্ষা আজ শুরু হয়েছে। এতে বাঁশখালী উপজেলার কওমী মাদরাসা সমূহের ১২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
কলম বিতরণ প্রসঙ্গে সংগঠনের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম বলেন- “বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র”। কলমের কালির মর্যাদা অনেক বেশি। কলম ছোট উপহার হলেও শিক্ষার প্রতি সম্মান জানিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা শাখা এই উদ্যোগ গ্রহণ করেছে।