তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একদল সুদক্ষ মুসলিম নাগরিক তৈরির লক্ষ্যে ‘ইমাম বুখারি (রহ.) ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আজ বাদে আসর গুনাগরি শাহী মসজিদে তরুণ আলেমদের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘ইমাম বুখারি ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে এক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে। এতে সর্বসম্মতিক্রমে মাওলানা ফয়জুল্লাহ ফাউন্ডেশনের আহবায়ক, মাওলানা হাসান যুগ্ন আহবায়ক ও হাফেয মাওলানা আরশাদ ইলয়াস সদস্য সচিব মনোনীত হন।
সভায় হাফেয মাওলানা কলিম উল্লাহ হাসান, মুফতি ইসকান্দার মিসবাহ, মাওলানা আবু হানিফ, মাওলানা নেজাম উদ্দিন, মুবারক হুসাইন আসিফ, মাওলানা জাহাঙ্গীর, হাফেয জসিম উদ্দিন, মাওলানা মুবিন, হাফেয মাওলানা আবদুল কাদের, জনাব আমজাদ আলী, হাফেয মুহাম্মাদ আনিস প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামিক স্টাডিজ ও বিজ্ঞানের বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাদানি নেসাব, এনসিটিবি ও ইংলিশ মিডিয়ামের সমন্বয়ে ‘ইমাম বুখারি (রহ.) ইসলামিক ইনস্টিটিউট’র সিলেবাস গঠিত হবে বলে ফাউন্ডেশনের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।