তাফহীমুল ইসলাম, বাঁশখালী- আসন্ন ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রম সাফল্য মন্ডিত করার লক্ষ্যে বাঁশখালীতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ আগষ্ট) সকালে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মেডিকেল অফিসার ডাঃ শুভাশীষ ত্রিপাঠীর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিউল কবির, কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বদরুদ্দীন চৌধুরী, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন আহমদ, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিলা আফরিন, ডাঃ আসিফুল হক প্রমুখ।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার বলেন, বাঁশখালীর প্রতি ইউনিয়নে দৈনিক ৬০০ করে তিনদিনে ১৮০০ ডোজ টিকা দেয়া হবে। ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম সফল করার জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।