ছোটন আজাদ: আজ মঙ্গলবার (১০ অক্টোবর) জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৭ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পৌরসভার কৃষক/কৃষাণী প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠেয় এই অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হয়। এই অনুষ্ঠান আয়োজনে ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালী।
এই বছরের শ্লোগান ছিল ” ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি”।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান বদরুল হক, ও মহিলা ভাইস-চেয়ারম্যান সাফিয়া মোখতার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালীর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম।
এতে উক্ত অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিল।