মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাতে বাঁশখালী পৌর সদরের জলদি গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে গাউছিয়া হাশেমিয়া কমিটির সদস্য হাফেজ মোঃ মনির উদ্দীন কাদেরীর সঞ্চালনায় ও গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলার শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাউছিয়া হাশেমী ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছোবহানিয়া আলিয়া মাদরাসার প্রভাষক মাওলানা নুরুল আবছার আলকাদেরী, উদ্বোধক ছিলেন শাহজ্বাদা আলহাজ্ব মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দীন হাশেমী, বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া হাশেমীয়া কমিটি আনোয়ারা শাখার সভাপতি মাঃ মুহাম্মদ মনির আহমদ আনোয়ারী, প্রচার সম্পাদক মোঃ আসিফ মুহাম্মদ জিহান, গাজী এম. আল হরুনুর রশিদ, কামাল উদ্দীন তালুকার, ওসমান গনি, হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, মাষ্টার মোঃ দিদারুল আলম, হাফেজ মোঃ পারভেজ, মোঃ দেলোয়ার হোসেন,মোঃ হামিদ,হাফেজ হাবিবুল্লাহ, মুহাম্মদ আজিজ,মুহাম্মদ বেলাল,মোঃ হেলাল,মুহাম্মদ শাহাবদ্দীন,মুহাম্মদ মহিউদ্দীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৭৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।