বাঁশখালী টাইমস: আল্লামা নুরুল ইসলাম ফারুকি’র ৩য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের উদ্যোগে “আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল” হয় গতকাল।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল্লামা মফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশে নাস্তিক, ইসলামবিরোধী কলামিস্ট ও ব্লগার হত্যার বিচার যেখানে ২৪ ঘন্টার মধ্য তদন্ত করে হত্যাকারীদের শাস্তির আওতায় আনা হয় সেদেশে শরিয়তের একজন অন্যতম আলেমে দ্বীন এবং ইসলামী স্কলারের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে সরকার ব্যর্থ হয়েছে, আমরা অনতি বিলম্বে এই রহস্যজনক হত্যার আসল রুপ দেখতে চাই।
ছাত্রনেতা শফিউল বশরের সভাপতিত্বে ও ছাত্রনেতা মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আল্লামা আবু তাহের সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক আল্লামা আব্দুর রহমান রেজভি, শিক্ষা প্রশিক্ষণবিষয়ক সম্পাদক শাহজাদা শওকতুল ইসলাম রেফায়ি, যুবনেতা শাহাবুদ্দীন, যুবনেতা হুমায়ুন কবির জাহেদসহ উপজেলা ও ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা শাকিল উদ্দীন আত্তারী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ছাত্রনেতা মামুনুর রশিদ, ইমরান, ইমতিয়াজ, খালেদ, মুনির, খোরশেদ, আবদুল আলিম, সাজ্জাদ, আরিফ, ছৈয়দ হালিম, আব্দুল আলিম, নাছির উদ্দীন সুজনসহ থানা ও ইউনিয়ন মান শাখা সমূহের সিনিয়র নেতৃবৃন্দ।
সর্বশেষ আল্লামা নুরুল ইসলাম ফারুকি’র রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।