BanshkhaliTimes

বাঁশখালীতে ‘আল্লামা নুর মুহাম্মাদ ফাউন্ডেশন’র ১১৩ পরিবারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

মুহাম্মাদ জাহাঙ্গীর: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারির কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ে অসহায়, কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে চট্টগ্রাম জেলাস্থ বাঁশখালী উপজেলাধীন বাহারছড়া ইউনিয়নের সামাজিক সেবামূলক সংগঠন “আল্লামা নুর মুহাম্মদ ফাউন্ডেশন” এর উদ্যোগে বাহারছড়া ইউনিয়নসহ বাঁশখালী উপকূলীয় অঞ্চলে আজ ২৫ এপ্রিল পর্যন্ত ৪ ধাপে ১১৩ পরিবারে “খাদ্য ও ইফতার সামগ্রী” বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সামাজিক সংগঠনটির চেয়ারম্যান মাওলানা ওসমান গণী।

বাঁশখালীতে 'আল্লামা নুর মুহাম্মাদ ফাউন্ডেশন'র ১১৩ পরিবারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ফাউন্ডেশনের চেয়ারম্যান আরো বলেন, এলাকার সকল সামর্থবান ব্যক্তিরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসেন এবং সরকারের বরাদ্দকৃত খাদ্যের সুষম বণ্টন হয়, তাহলে দেশের মানুষ খাদ্যাভাবে কষ্ট পাবে না।
তিনি আরো জানান, ফাউন্ডেশনের কার্যক্রমের এই ধারা সামনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *